নোয়াখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা ও দোয়া আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় অংশ নেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের নেতা আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবসহ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন