নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা আওয়ামী লীগ আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও খাবার বিতরণ করেছে। এছাড়া মহিলা পরিষদ দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে।
মহিলা পরিষদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর- ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
আওয়ামী লীগের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ ছাড়াও এক মিনিট নীরবতা পালন, কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গমাতার জম্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই