গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় সোমবার সকাল ১১টায় দুই ভাই ও নানাসহ তিনজন গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী মারুফ নিখোঁজ হয়েছে। নিখোঁজ হলেন, গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় গোলাম মোস্তফার ছেলে মারুফ হোসেন (১৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় গত দুইদিন আগে কোনাবাড়ী থেকে তার নানার বাড়িতে বেড়াতে আসেন দুই ভাই মারুফ ও মেহেরাফ। সোমবার সকাল ১১টার সময় দুই ভাই মেহেরাফ ও মারুফ নানাসহ তিনজন তুরাগ নদীতে গোসল করতে যান। পরে গোসলের কিছুক্ষণ পর মারুফকে দেখতে না পেয়ে নানা ফিরোজ ও মেহরাব দুইজনের খোঁজাখুঁজি করে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী খোঁজাখুঁজির করে চেষ্টায় ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ করছেন। সে কোনাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন। বিকেল ৪টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার