ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৩০টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০৪ জনের। আর মৃত ১৪ জনের মধ্যে আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। সনাক্তের হার ৩১. ৫২ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯১ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত