পরিবেশ ভারসাম্য রক্ষায় পুলিশ মহাপরিদর্শকের পরিকল্পনায় একযোগে দিনাজপুরের ১৩টি উপজেলায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার ১৩টি উপজেলায় ৩০টি পুলিশের ইউনিটে পুলিশ কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যেকে ১টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এই জেলায় ১৩টি থানা ৯টি সার্কেলসহ ৩০টি পুলিশের ইউনিট, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন ও পুলিশ প্রশাসনের অধিনস্থ যে সমস্ত স্থান রয়েছে ওই স্থানে পরিত্যক্ত জায়গায় এবং যেখানে বৃক্ষরোপন করা যায় সেসব স্থানে চলতি বছর এ পর্যন্ত ৩০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে। লক্ষমাত্রা রয়েছে, এই জেলায় এ বছর ১ লক্ষ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হবে।
বৃক্ষরোপনে সরকারের প্রত্যেকটি দপ্তর ও দেশের সকল নাগরিক একটি করে বৃক্ষের চারা রোপনে দেশের পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন