কুড়িগ্রামে জেলা যুবলীগের উদ্যোগে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন মন্জু, জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ, মমিনুর রহমান মমিন প্রমুখ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। মহামারী করোনায় আক্রান্ত করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতে জেলা যুবলীগকর্মীরা বিনামূল্যে এ সিলিন্ডার পৌঁছে দেবেন।
বিডি প্রতিদিন/আল আমীন