বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল আহম্মেদ (২৮) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলায় নিজবাড়িতে ছুটি কাটাতে এসে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানান, সকাল ৯টার দিকে ঘরের বৈদ্যুতিক পাখা মেরামতকালে শর্টসার্কিট হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বেতাগী হাসপাতাল নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল পুলিশ বিভাগের পটুয়াখালী সদর থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রী মোসা. হালিমা বেগম উপজেলার উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাওদা নামে তার চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ