বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, বাগেরহাট জেলা ছাত্রলীগ, জেলা তাঁতী লীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. শাহী আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাগেরহাটের জেলা ও উপজেলায় মিলাদ মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। জেলা কারাগার, হাসপাতাল ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করছে প্রশাসন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন