বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প করেছে গোপালগঞ্জ ডায়াগনস্টিক ও শিশু ক্লিনিক। আজ রবিবার শহরের বাকচিবাড়ী মোড়ে গোপালগঞ্জ ডায়াগনিস্টিক ও শিশু ক্লিনিকে ফ্রি ডায়েবেটিক পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হয়।
গোপালগঞ্জ ডায়াগনস্টিক ও শিশু ক্লিনিকের প্রোপাইটর, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এনএন বারুরীর উদ্যোগে প্রতি বছর জাতীয় শোক দিবসে এ ফ্রি মেডিকেল ক্যাপ অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ৯ জন ডাক্তার প্রায় ২শ রোগীকে সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থো) ও বিএমএর সাধারণ সম্পাদক ডা. হুমাযুন কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, প্রাক্তন সিভিল সার্জন মানিকগঞ্জ ডা. সিদ্ধেরশ্বর মজুমদার, সাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা. বিমল কৃষ্ণ বাইন, ডা. পবিত্র কুমার কুন্ডুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন