১৫ আগস্টের হত্যাকাণ্ড ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার নীল নকশাকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সহ-সভাপতি সেতু আকিব, রাসেল মোল্যা, সহ-সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক কাজী পারভেজ, সাব্বির হোসেন তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মোল্লা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে, বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে মানববন্ধন স্থলে এসে জড়ো হন নেতাকর্মীরা। এসময় ১৫ আগস্ট জাতির পিতাসহ নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত