গাজীপুরের শ্রীপুরে বিপরীতমুখী মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মিশকাত ওরফে মিস্টার (২২) গাজীপুর সদর উপজেলার মধ্য বুরুলিয় গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এস-আই) প্রদীপ কুমার জানান, মিস্টার পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি সোমবার ব্যক্তিগত কাজে একটি মোটরসাইকেল নিয়ে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। তিনি নিমুরিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। চালককে আটক করে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে ।
বিডি প্রতিদিন/আল আমীন