শেরপুরের নকলায় ৪টি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে জামালপুরের র্যাব-১৪। পাচারকারীর ভাষ্য মতে, ওই চারটি তক্ষকের মূল্য ৫০ লাখ টাকা।
র্যাব -১৪ এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তক্ষকসহ লোকমানকে আটক করা হয়। তিনি তক্ষকগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটক লোকমান ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, আটক লোকমান অনেকদিন যাবৎ তক্ষক কেনাবেচার ব্যবসার সাথে জড়িত। পরে রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জব্দকৃত তক্ষকসহ লোকমানকে নকলা থানায় সোপর্দ করা হয়। আর জব্দ তক্ষকগুলোকে বণ্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশফিকুর রহমান জানান, লোকমানকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই