বরগুনায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুশীলন বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ শেষে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া ৩০ জন মাঝির মধ্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
আজ জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত মৎস্য অধিদপ্তরের সাথে যৌথভাবে বাস্তবায়িত ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত সমাপনী প্রোগ্রামে ৩০ জন সমুদ্রগামী মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন লেফটেন্যান্ট এম লুৎফর রহমান, ম্যানেজার বিএফডিসি পাথরঘাটা, মোঃ মাহবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা, তালতলী, মোঃ দুলাল ফরাজী, চেয়ারম্যান, নিশানবাড়ীয়া।
প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ ব্লু-ইকোনমি ত্বরান্বিতকরণের বিষয় ভিত্তিক আলোচনা করেন, ওয়ার্ল্ডফিশের সহযোগী গবেষক কৃষিবিদ শহীদ নাসরুল্লাহ আল মামুন এবং গবেষণা সহকারী মোঃ বখতিয়ার রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন