রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদে মাছ ধরতে গিয়ে লাদেন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নদে পানিতে ডুবে মারা যাওয়া লাদেন মিয়া উপজেলার ভাংনী ইউনিয়নের ত্রিমোহিনী ফতেপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্রে সূত্রে জানা গেছে, যুবক লাদেন মিয়া শুক্রবার সকালে বন্ধুদের সাথে বাড়ির পাশে ঘাঘট নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলার সময় হঠাৎ করে তিনি পানির নিচে তলিয়ে যান। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে পাননি। পরে গ্রামবাসিকে খবর দেন তার বন্ধুরা। কিন্তু অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি লাদেনকে। খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টার পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/আল আমীন