উদ্দেশ্যমূলক শ্রমিক বদলির প্রতিবাদ ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে চুয়াডাঙ্গার সি.পি. বাংলাদেশ নামের ফিডমিলে কর্মরত শ্রমিকরা। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে কাজে যোগ না দিয়ে তারা এ আন্দোলন শুরু করে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে তারা। তবে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকরা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া এলাকায় অবস্থিত সি.পি. বাংলাদেশ নামের ফিডমিলে স্থানীয় ৩৫-৪০ জন শ্রমিক কর্মরত আছেন। সম্প্রতি এ মিলে কর্মরত স্থানীয় কয়েক শ্রমিকের বদলির আদেশ আসে। মঙ্গলবার সকাল ৬টায় শ্রমিকরা মিলে প্রবেশ করলেও কিছু সময় পর কর্মবিরতি শুরু করে তারা।
শ্রমিকরা অভিযোগ করেন, বর্তমান দূর্মূল্যের বাজারে মাত্র ৮-১০ হাজার টাকা বেতনে কাজ করেন স্থানীয় শ্রমিকরা। বাড়ি থেকে চাকরি করার কারণে স্বল্প বেতনেই তাদের সংসার চলে। কিন্তু সম্প্রতি কিছু শ্রমিককে একই প্রতিষ্ঠানের দিনাজপুর জেলায় অবস্থিত ফিডমিলে বদলির আদেশ দেয় কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাধে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যদের মধ্যস্থতায় বদলির আদেশ স্থগিতের ঘোষণায় আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। পরে দুপুর ১২টা থেকে কাজে যোগ দেয় তারা। সি.পি. বাংলাদেশ’র চুয়াডাঙ্গা ফিডমিলের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ আপাতত সকল বদলির আদেশ স্থগিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল