ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ১৫ জন হতদরিদ্রের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা ‘বরসা ফাউন্ডেশন’ পৌর সদরের গোহাটা সড়কের বরসা ফাউন্ডেশন কার্যালয়ে ভ্যানগুলো বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, ‘বরসা ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মো. মাহাতাব হোসেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১৫ জন দরিদ্র এবং হতদরিদ্র মানুষের মধ্যে এই ভ্যান বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই