পটুয়াখালীর কলাপাড়ায় রুমান (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে এক নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বুধবার রুমানকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই নারী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের মহসিন মিয়ার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। রবিবার সন্ধ্যায় কাজ শেষে তিনি তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রুমান তাকে মুখ চেপে পূর্বপাশের জঙ্গলে নিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে রুমান পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ওই নারীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। রুমানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/আল আমীন