গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার নয়টি ওয়ার্ডে শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির পরামর্শক্রমে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌরসভার ২২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম সয়াবিন তৈল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারসহ সংশ্লিষ্ট সকল ওয়ার্ড কাউন্সলর ও পৌরসভার কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আল আমীন