করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন নামে একটি সংস্থা।
রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সিলিন্ডার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম রহমান দিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো: আমরুল্লাহ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ এবং ফাউন্ডেশনের সম্পাদক এসএম মহিউদ্দিন বাদশা।
আলোচনা শেষে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ অতিথিরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো: আমরুল্লাহ হাতে ২০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।
জনস্বার্থে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন