একদিনের ব্যবধানে ফের কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল ১০টায় সৈকতের সানসেট পয়েন্টে এটিকে দেখতে পান স্থানীয়রা। ডলফিনটির মুখে ও পেটে আঘাতের চিহ্ন আছে। এর আগে বুধবার সকালে ৬ ফুট দৈর্ঘ্যের একটি ও বিকালে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে আসে।
এ নিয়ে চলতি বছর সৈকতে ২০টি মৃত ডলফিন ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ভেসে আসা মৃত ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আজও মৃত ডলফিনের স্যাম্পল কালেকশন করে মাটিচাপা দিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ