করোনাভাইরাসের সংক্রমণের পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভা স্থগিত করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। তবে কি কারণে সভা স্থগিত করা হয়েছে সেটি নিয়ে কোন বলেননি তিনি।
দীর্ঘদিন পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকেই ছাত্রলীগ-যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জয়বাংলা স্লোগানে মুখোরিত হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করতে থাকেন জেলা আওয়ামী লীগের নেতারা। পৌনে ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থী মো. ফরিদ হাসান ওদুদ জেলা আওয়ামী লীগের সভায় যোগদান করার জন্য কার্যালয়ে প্রবেশ করেন। সভার শুরুর সাথে ফরিদ হাসান ওদুদ মন্ডলকে বাইরে চলে যেতে বলা হয়। তখন জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলেন, তাকে তো চিঠি করে আনা হয়েছে বাইরে কেন যাবে। এ নিয়ে সভায় উত্তেজনা সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নেতা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী হয়েছিলো কেন্দ্র থেকে চিঠি আসছে তারা কমিটিতে থাকতে পারবেন না। যেহেতু ভুলবশত চিঠি তাদের দেওয়া হয়েছে এবং তারা এসছেন তাই তাদের বের করার দরকার নেই। কোন সিদ্ধান্ত ছাড়াই সভা বাতিল করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তাফা বাচ্চু বলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর থেকে আওয়ামী লীগের চারজন বহিস্কৃত নেতার কাছে ভুল করে আজকের সভার চিঠি চলে যায়। সেটি নিয়ে সভার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। সে কারণে সভা স্থগিত করা হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতা ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, আমাকে জেলা আওয়ামী লীগের সভা থেকে আজকের সভায় আসার জন্য চিঠি ইস্যু করা হয়েছে। তাই আমি সভায় এসেছি। আমি যতদূর জানি কেন্দ্র থেকে আমাকে বহিস্কার করা হয়নি।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হয়েছে। তবে পুনরায় তারিখ নির্ধারণ করে জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বর জেলা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এবং অক্টোবরের ১৬ তারিখে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হবে।
বিডি প্রতিদিন/আল আমীন