ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মো. আশরাফুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে মারা গেছেন তিনি।
মৃত হাজতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, হাজতি আশরাফুল শনিবার দিবাগত রাত ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মারামারির মামলায় ২৯ মে থেকে কারাগারে ছিলেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই