নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
রবিবার বেলা ১১টায় উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসলে নেমে নিখোঁজ হন তারা। স্থানীয়রা খোঁজ করেও তাদের উদ্ধারে ব্যর্থ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন