শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের একটি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম জনি চৌধুরী অরফে তায়েব (৩৪)। তিনি সদর উপজেলার চরভাবনা এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তায়েব ৪টি মাদক মামলায় অভিযুক্ত। এ ঘটনায় শেরপুর ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই আজিজুল হাসান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো. রেজাউল হক বলেছেন, দুপুরে তায়েবকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই