শিরোনাম
১৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:২১

সেলফি তুলতে গিয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সেলফি তুলতে গিয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

মেহেরপুর ভৈরব নদীতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তানজিদ আহমেদ উৎসের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শুক্রবার রাত ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরী দলের সদস্যরা তাকে উদ্ধার করে।

দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার রশিকপুর ভৈরব নদীর সুইচগেট সেলফি তুলতে গিয়ে সে ডুবে যায়। নিহত তানজিদ আহমেদ গাংনী বাজারের ফজলুল হকের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। 

জানা গেছে, শুক্রবার সকালে এক বন্ধুর সাথে সে ঘুরতে বের হয়। দুপুরে দিকে তারা রশিকপুর গ্রামের ভৈরব নদীর সুইচগেট এলাকায় আসে। সুইস গেটের পাশে সেলফি তুলতে গিয়ে সে পা পিছলে ভৈরব নদীতে পড়ে যায়। এরপর নদীতে ডুবে নিখোঁজ হয়।  

নদীর পানিতে পড়ার খবর পেয়ে স্থানীয় জনতা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয় খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে খুলনা থেকে ডুবুরী দলের সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টা অভিযানের পর রাত ৮টার দিকে নিহত স্কুলছাত্র তানজিদ আহমেদ উৎসর লাশ উদ্ধার করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, উদ্ধারের পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর