প্রজননক্ষম ইলিশ রক্ষায় জেলেদের প্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা মৎস্য অফিস হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নদীতে দেশীয় প্রজাতির মাছ না থাকা, জেলেদের আইডি কার্ড নবায়ন, পূর্ণবাসন প্রজেক্ট অ-দূরদশীর্তা, খোলা জরমহলে ইজারাদার সৃষ্টি হওয়া, জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে জেলে সম্প্রদায়কে অবজ্ঞাসহ নানা বিষয় তুলে ধরা হয়।
এসময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক মো সেলিম বেপারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির লৌহজং উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র বর্মণ, জেলা সহ সভাপতি সাইফুদ্দিন মোল্লা, আধারা ইউনিয়নের সভাপতি অজির আলী আলদার, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: হারুন শেখ, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ