বাগেরহাটে আগামীকাল (২০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করায় সহিংসতার আশঙ্কায় জেলার ৯টি উপজেলার ৬৫টি ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রের সবগুলোকেই ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বাগেরহাট জেলায় ইউপি নির্বাচর শান্তিপূর্ণ করতে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই বিনাভোটে জেলার ৬৫টি ইউনিয়নের ৩৮টিতে চেয়াম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার দুপুর থেকেই জেলা ৯টি উপজেলা সদর থেকে কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্যের পাশাপাশি প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টহল টিম, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭০টিতে নির্বাচনী তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনার কারণে দুই দফা পিছিয়ে (স্থগিত) থাকা অবস্থায় ৩টি ইউনিয়নে প্রার্থীর মৃত্যু, একটিতে মামলায় ও একটি ইউনিয়নের সব পদের একক প্রার্থী বিনাভোটে আগেই নির্বাচিত হওয়ায় এই ৫টি ইউনিয়নে ভোট হচ্ছে না।
জেলার ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল সোমবার চেয়ারম্যান প্রার্থী আছেন ১০০ জন, সদস্য প্রার্থী আছেন দুই হাজার ২৫৫ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭৬৮ জন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮১৯টি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির