১৯ সেপ্টেম্বর, ২০২১ ২০:২২

দোকানির স্বর্ণ নিয়ে প্রতারকের চম্পট!

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

দোকানির স্বর্ণ নিয়ে প্রতারকের চম্পট!

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীকে বোকা বানিয়ে স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে এক প্রতারক। কিছু বুঝে ওঠার আগেই দেখার কথা বলে ব্যবসায়ীর ১ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে গাঢাকা দেয় সে। আজ রবিবার দুপুরে উপজেলার নতুন বাজারের ‘রিটার্ন জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েলার্স’র সত্ত্বাধিকারী বাদশা মিয়া। অভিযোগের বিবরণে জানা যায়, ঘটনার দিন ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে ওই প্রতারক। একজোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের আংটি বানাতে বলে। কথা-বার্তা চূড়ান্ত হলে একপর্যায়ে টাকার রশিদ নিতে চায়। দোকানি রশিদ লিখার সময় সে তার নাম মুখলিছ আলী বলে জানায়।

পরে আসল স্বর্ণ আছে কি না? জানতে চেয়ে তা দেখাতে বলে। তখন তিনি সরল বিশ্বাসে লকার থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের বালা তার
হাতে তুলে দিয়ে ফের রশিদ লেখায় মনোযোগী হন দোকানি। এই সুযোগে বালা নিয়ে দৌড়ে পালিয়ে যায় প্রতারক। কিছু বুঝে ওঠার আগেই প্রায় ৬১ হাজার টাকা মূল্যের স্বর্ণের বালা খোয়া যায় বাদশা মিয়ার।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, দোকানির দেওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর