বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শহিদুল ইসলাম বাবুল কৃষক দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ায় দুপুরের পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
এদিকে, শহিদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক হওয়ায় সোমবার বিকাল ৫টায় তার নিজ জেলা ফরিদপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আানন্দ র্যালি বের হয়। পরে প্রেস ক্লাব চত্বরে তাৎক্ষনিকভাবে এক আনন্দ সভা ও মিষ্টি বিতরন করা হয়। মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, সাবেক ছাত্রনেতা ভিপি ইউসুফ, মুরাদ হোসেন, মৎস্যজীবী দলের নেতা মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার শিথিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে উপস্থিত নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন