২১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১০

আখাউড়ায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা

পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আখাউড়া পৌরসভার আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

শহর কমিটির শতাধিক (টিএলসিসি) সদস্যদের অংশগ্রহণে কর্মশালায় আলোচনা করেন পানি ও স্যানিটেশন প্রকল্পের সোশাল স্পেশালিস্ট আমীর হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা নূর স্বর্ণা, পৌর সচিব মোহাম্মদ ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত আলী,
পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়ছেল আহাম্মদ খান প্রমুখ।

কর্মশালায় বক্তারা প্রকল্পের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য, নিরাপদ পানির গুণাবলী, নিরাপদ পানির উপকারিতা, স্যানিটেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অনুদানে আখাউড়া পৌরসভায় ১২০ কোটি টাকায় ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন প্রকল্প করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর