বগুড়ার নন্দীগ্রামে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে সারাদিন প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও এলাকার জনসাধারণের উপস্থিতে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় কুমিড়া পন্ডিতপুকুর বাজারে ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। অন্যদের উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুছ আলী, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফি উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগের নেতা জুলফিকার আলী, কালিপদ রায়, হাফিজুর রহমান নান্টু, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুম। এ পর্যন্ত উপজেলার ভাটরা, বুড়ইল ও ভাটগ্রাম ইউনিয়নের ১৮টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন