৪ দফা দাবিতে দিনাজপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটেরিয়ামে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইডিইবির সহ-সভাপতি মাহবুবার রহমান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রুপান্তর করা অযৌক্তিক ও আত্মঘাতী উদ্দ্যোগসহ বিভিন্ন দাবি তুলে ধরে সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের দিনাজপুর সদস্য সচিব মাসুদ রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন আইডিইবির রংপুর বিভাগীয় সহ-সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক সেলিম খান, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, বাকাছাপ এর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা আহবায়ক আরমান হোসেনসহ অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার