ভারতে ৬ মাস কারাভোগের পর আজ বুধবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৩ বাংলাদেশি তরুণ। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
ফেরত আসা ৩ তরুণ হলেন- যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের সালাম সরদারের ছেলে আসাদ সরদার (১৫), বাবু ফকিরের ছেলে সবুজ ফকির (১৬) ও সোনা মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (১৭)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মুজিবর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। কোলকাতা রেলস্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখানকার একটি এনজিও’র সহযোগিতায় তাদের হোলি চাইল্ড’ হেফাজতে রাখা হয়।
উভয় দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির পর আজ তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর