"আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই স্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কন্যাশিশুদেরকে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সভায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে নেত্রকোনা সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংস্কৃতিকর্মী নাইম সুলতানা লিবনের উপস্থাপনায় উদ্বুদ্ধকরণ সভায় কন্যাদেরকে উৎসাহ দেয়া মূলক উদাহরণ তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মো. বুলবুল, সাংবাদিক ও তরুণ সংগঠক জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার রহিমা আক্তার, বিদ্যালয়ের শিক্ষার্থী গাজী মিথিলাসহ অন্যারা।
এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নারী অফিসার, সাংবাদিকসহ সুশীল সমাজের নারী নেত্রীরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন