জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশ আজ দুই শত্রুতে আক্রান্ত। ঘরের বাইরে রাজাকার আল বদর আর ভেতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা। তারা উইপোকার মতো সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে।’
শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্রের নামে রাজাকারদের, জঙ্গিদের, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না, চলবে না। বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতাকে মানে না, ৩০ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না, তারা বাংলাদেশের কেউ না।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না, থাকার দরকার কী? তিনি এখনো পাকিস্তানের ট্রেনেই অবস্থান করছেন।’
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, আব্দুল্লাহিল কাইয়ুম, নইমুল আহসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক এমদাদসহ জেলা নেতৃবৃন্দ। পরে কুড়িগ্রাম জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে কুড়িগ্রাম জেলায় গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎকে সভাপতি ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৪৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ