ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে হেরোইনসহ মোহাম্মদ খালেদ হোসেন হীরা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোহাম্মদ খালেদ হোসেন হীরা উপজেলার তালদিঘি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ হীরাকে আটক করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। মামলার পর আজ দুপুরে তাকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন