হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ড্রাইভার বাজার থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিকেলে র্যাব -৯ সিলেটের মিডিয়া অফিসর মেজর মাহফুজুর রহমান এই তথ্য জানান। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জ্বিলানী (৩৫) ও একই গ্রামের মাজু মিয়ার ছেলে রহম উল্ল্যাহ (২২)।
র্যাব -৯ সিলেটের মিডিয়া অফিসর মেজর মাহফুজুর রহমান জানান, র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃকমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এএম