পটুয়াখালীর কলাপাড়ায় নদী দূষণমুক্ত ও লঞ্চঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করে পটুয়াখালী বিআইডব্লিউটিএ।
তারা মাইকিং করে ঘাটের সড়কের দু’পাশের অবৈধ দখলকৃত ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। এছাড়া প্রায় ঘণ্টাব্যাপী নদীর পাড়ে পরে থাকা সকল প্রকার ময়লা, আবর্জনা ও বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মো. মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল লতিফ খালাসি, লঞ্চ ব্যবসায়ী তানভির মুন্সি, ঘাট ইজারাদার মো. নূরুজ্জামানসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নদীতে ময়লা, আবর্জনা ও বর্জ্য ফেলে নদীর পানি দূষণ, ভরাট এবং নদী দখল আইনত দণ্ডনীয় অপরাধ। এ লক্ষ্যে আমরা কাজ করছি।
বিডি প্রতিদিন/এমআই