কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীতে বিজিবি ও র্যাব টিম মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
এছাড়াও প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৩৬২ জন আনসার সদস্য নিয়োগ ও প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি টহল ২ প্লাটুন বিজিবি ও ২টি র্যাব টিম টহল মোতায়েতন করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী জেলায় হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপনকে কেন্দ্র করে জেলার ৯ টি উপজেলায় মোট ১৬৩ টি পূজা মন্ডপ স্থাপন করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পূজা মণ্ডপে ইট পাটকেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন