জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন এবং ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় ও করেছেন চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার দুর্গাদহ বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, জয়পুরহাট সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও উপজেলাজুড়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। তারা বিভিন্নভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। রঙিন পোস্টার এবং ফেস্টুন লাগিয়ে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনও আছেন। ভাদসা ইউনিয়নবাসীকে প্রার্থিতার জানান দিতেই তিনি বিশাল এ শোডাউনের আয়োজন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন