বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু চত্বরে শেখ কামাল মুক্তমঞ্চ, মা ও শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মুক্তমঞ্চ, মা ও শিশু পার্ক উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পুত্র সাখাওয়াত হোসেন সজল, জেলা পরিষদ সদস্য জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা ও প্রশিক্ষক সোমা আকতার।
একই অনুষ্ঠানে উপজেলা পরিষদ কর্তৃক পরিচালিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স সম্পন্নকারী নারীদের সেলাই মেশিন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পাকুল্যা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন।
বিডি প্রতিদিন/এমআই