পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরীব হিন্দু নারী ও শিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রথমে ১৫ দিন ধরে সংগঠনের সদস্যরা জেলার বিভিন্ন উপজেলার গরীব ও দুস্থ হিন্দু নারী ও শিশুদের তালিকা করে। পরে মহা নবমির দিন মোটরসাইকেল যোগে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছে পূজার নতুন পোশাক। হঠাৎ এই উপহার পেয়ে খুশি নারী ও শিশুরা। জেলায় ৫শ নারী এবং সাড় ৭ শ শিশুর হাতে এই উপহার তুলে দেয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জোতিষ রায় বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি ও শিশুদের নতুন পোষাক উপহার দিয়ে নতুন দিগন্ত সৃষ্টি করেছেন হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন।
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব এ শারদীয় দুর্গাপূজা। এ পূজায় বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে এ উপহার তুলে দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন