ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রণিসহ অন্যরা।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, সৃষ্টিকর্তা সকলকেই একইভাবে তৈরী করেছেন। আপনাদের চলাচলের সুযোগ সৃষ্টি করা যায় সেজন্য প্রতিটি স্থানে র্যাম্প তৈরী করা হবে। আপনারা কখনই নিজেদের অসহায় মনে করবেন না। সকলের মত আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন