বৃহস্পতিবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশের জাতিধর্ম নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষ এখন উৎসবে অংশ নেয়। একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে।
তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা, শেখেরকোলা, নামুজা, লাহিড়ীপাড়া, শাখারিয়া ইউনিয়নসহ সদরের বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় লাহিড়ী পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হান্নান রিপু, নুনগোলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডা. জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির, ইউনুস, খলিল, গফুর, হারুনুর রশিদ লয়া, ইকবাল হোসেন, রতন, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সালেক, শশীবদনী বারোয়ারী পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্য দে ।
বিডি প্রতিদিন/আল আমীন