শুক্রবার বগুড়া সদরের ১৯ নং ওয়ার্ডে কালিবালা সমাজ উন্নয়ন ক্লাব (কেএসডিসি) এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। কালিবালা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মিঠু শেখ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. রুহুল আমিন বাকি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. লুৎফর রহমান মিন্টু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মোস্তাকিম সরদার, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম খোকা, মো. জুয়েল শেখ, মো. শাহ-আলম শেখ।
কেএসডিসির সভাপতি আরিফুল ইসলাম মুকুল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কেএসডিসি বগুড়ার সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে চলেছে। করোনাকালে বিভিন্ন গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে কেএসডিসি।
এ সময়উপস্থিত ছিলেন কেএসডিসির সহসভাপতি মো. রাকিব হাসান রনি ও মো. সুজন শেখ, কোষাধ্যক্ষ মো. শাহাদৎ হোসেন (সাহেদ), দপ্তর সম্পাদক মো. সোহাগমিয়া, মো. মাহমুদুল হাসান, মো. ইউসুফ আলী, মো. জাকের হোসেনসহ সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন