ভোলায় বিশ্ব খাদ্য দিবস এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি কর্মকর্তা আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন বাবু প্রমূখ।
আলোচনা সভার শুরুতে ইঁদুরের ক্ষতিকারক বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ইঁদুর নিধনের নানা কলাকৌশল বিষয়ক একটি ভিডিও উপস্থাপন করেন বোরহান উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত