বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে তেমনি দলের মধ্যেও গণতন্ত্র চচার্ করে। তাই দলের নেতা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে তৃণমূলে দলের নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটের ব্যবস্থা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ৬টি ইউনিয়ন কমিটি নির্বাচনে তফশিল ঘোষণা করা হয়েছে।
তিনি আদমদিঘি উপজেলা ও ইউনিয়ন বিএনপি সম্মেলন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে শনিবার জেলা বিএনপি কার্যালয়ে এ তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল মোতাবেক ১৮ অক্টোবর থেকে ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রতীক বরাদ্দ ও ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সে মোতাবেক ২৩ অক্টোবর সকাল ১১টায় কুন্দগ্রাম ইউনিয়ন সম্মেলন, একই দিন বিকেল ৩টায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন , ২৮ অক্টোবর সকাল ১০টায় সান্তাহার ইউনিয়ন সম্মেলন, একই দিন বিকেল ৩টায় আদমদিঘি ইউনিয়ন সম্মেলন, ৩১ অক্টোবর সকাল ১০টায় ছাতিয়ান গ্রাম ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে নশরৎপুর ইউনিয়ন সম্মেলনের দিনক্ষন এখনও চূড়ান্ত হয়নি। তফশিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, আদমদিঘি উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার রতন, রফি আহমেদ আচ্চু , আবু হাসান, মাহফুজুল হক টিকন, মোখলেছুর রহমান, আব্দুল মতিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন