ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলাসবহুল আর.জে. টাওয়ার এন্ড রিসোর্টের বারে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে প্রায় ৭০ জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ৩৯ জনকে গ্রেফতার দেখিয়ে ৩১ জনকে ছেড়ে দেয়া হয়।
এসময় বিদেশি ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভদকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিয়ার জব্দ করা হয়। আজ শনিবার সকাল ১১টায় গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) দিনভর অভিযান চালিয়েছে র্যাব সদস্যরা। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত র্যাব সদস্যরা আশুগঞ্জের আরজে টাওয়ারে অভিযান চালায়। এ সময় লাইসেন্স ছাড়া ব্যক্তিদের মাঝে মদ ও বিয়ার কেনাবেচার অভিযোগে বারের ম্যানেজারসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভদকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার। এই ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত