কুড়িগ্রামে জেলা বাসদের অঙ্গ সংগঠন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়ন হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বাসদের সমন্বয়কারী ফুলবর রহমানের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আবুল বাশার মঞ্জুকে সভাপতি ও ডা: রেজাউল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বাসদ’র বিভাগীয় সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গাইবান্ধা বাসদ’র সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।কাউন্সিল শেষে বিকেল ৩টার দিকে নব-গঠিত কমিটি প্রতিবাদ মিছিল নিয়ে শহরের কলেজমোড় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও ধর্মীয় সংখ্যা লঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে শ্লোগান দেয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন