১৭ অক্টোবর, ২০২১ ২১:৫২

ঘোড়াঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন কাউন্সল প্রার্থী প্রত্যাহার করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং আগামী ২ নভেম্বর দিনাজপুরে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।  

ঘোড়াঘাট পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপি’র সভাপতি বর্তমান মেয়র মো. আব্দুস ছাত্তার মিলন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পৌর জামায়াত নেতা আব্দুল মান্নান সরকার, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউনুছ আলী মন্ডল।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহজাহান মানিক জানায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ড-এ কাউন্সিলর প্রার্থী আজিজ হান্নান নামে একজন প্রত্যাহার করেছে।  বর্তমানে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উল্লেখ্য, ঘোড়াঘাট পৌরসভার মোট ভোটার ১৯ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭৫৬ জন, মহিলা ভোটার ১০ হাজার ১৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর